নিজস্ব প্রতিবেদক, সৌদি আরব থেকে ।।
১) ১ হাজার থেকে ২০০০ রিয়াল জরিমানা, যদি :-
ক) বহন ক্ষমতার অধিক সওয়ারি গাড়িতে তুললে।
খ) রেললাইনের ওপর গাড়ি দাঁড় করালে
গ) পুলিশকে লাইসেন্স বা ইস্তিমারা না দেখালে
ঘ) গাড়ির নাম্বার প্লেট না দেখা গেলে
ঙ) মোটর সাইকেল ড্রাইভার হেলমেট না পরলে এবং
চ) অন্য কারো লাইসেন্স বা ইস্তিমারা নিজের কাছে রাখলে অথবা বন্ধক রাখলে।
২) তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল জরিমানা এবং গাড়ি জব্দ, যদি :-
ক) সিগন্যাল লাল থাকা অবস্থায় গাড়ি না থামলে
খ) বেআইনি নাম্বার প্লেট বা অন্য গাড়ির নাম্বার প্লেট নিজের গাড়িতে ব্যবহার করলে
গ) এমন কিছু সংযোজন করা গাড়িতে যা কিনা শুধুমাত্র বিশেষায়িত অথবা ইমার্জেন্সি গাড়িতে অনুমোদিত
ঘ) স্কুলবাসে ছাত্র/ছাত্রী ওঠা-নামার সময় সেই যানকে ওভারটেক করলে
ঙ) রাস্তায় লাগানো যে কোন রোড সাইনবোর্ডের ক্ষতি করলে
চ) চেকিংয়ের সময় অথবা পেট্রল পুলিশ দাঁড়াতে বললে না দাঁড়ালে
ছ) গাড়িতে এমন কোন স্টিকার বা লোগো ব্যবহার করা যেটা কিনা অন্য কারো স্বার্থে ব্যাঘাত ঘটায়।
৩) পাঁচ হাজার রিয়াল থেকে দশ হাজার রিয়াল জরিমানা এবং গাড়ি জব্দ, যদি :-
ক) গাড়ির পার্টসের বা চেসিস নাম্বার মুছে ফেলা অথবা মোছার চেষ্টা করলে
খ) মদ্যপায়ী অথবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে বা গাড়িতে নেশাদ্রব্য পাওয়া গেলে
গ) গাড়িতে নিষিদ্ধ কিছু বহন করলে।
৪) দশ হাজার রিয়াল জরিমানা অথবা ৩ মাসের জেল; যদি কোন ড্রাইভার গাড়ি এক্সিডেন্ট করার পর পালিয়ে যায় অথবা এক্সিডেন্ট করে আহত ব্যক্তির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে না জানিয়ে প্রস্থান করে।
এছাড়াও যারা গাড়ি নিয়ে কসরত করবে এবং ড্রিফ্ট করবে তাদের জন্য ২০ হাজার রিয়াল জরিমানাসহ জেল এবং পর্যায়ক্রমে তা আরও কঠোর করা হবে বলে জানিয়েছে সৌদি ট্রাফিক বিভাগ।