নিজস্ব প্রতিবেদক, সৌদি আরব থেকে ।।
সৌদি আরবে এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য লেনদেন হবে খ্রিষ্টীয় ক্যালেন্ডার হিসেবে। এতদিন দেশটিতে হিজরি সাল বা চন্দ্রনির্ভর ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করা হতো। দেশের অর্থবছর এই হিসাব অনুযায়ী গণনা হবে। মন্ত্রিপরিষদের সাম্প্রতিক এক সিদ্ধান্তে এ কথা জানানো হয়। সরকারি ব্যয় সঙ্কোচন নীতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রিয়াদ।
রোববার ২ অক্টোবর থেকে সৌদি আরবে খ্রিষ্টীয় ক্যালেন্ডার চালু হয়েছে। ১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে চন্দ্র বর্ষপঞ্জি চালু ছিল। এ বর্ষপঞ্জিতে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ২৯ অথবা ৩০ দিনের মোট ১২ মাসে এক বছর হতো। চন্দ্রনির্ভর এ বছর সম্পূর্ণ হতো ৩৫৪ দিনে। অর্থাৎ গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় ক্যালেন্ডারের চেয়ে বছর ছিল ১১ দিন কমে।
এখন থেকে সরকারি কর্মজীবীদের পাশাপাশি বেসরকারি খাত এবং জ্বালানি সেক্টরের কর্মীদের বেতন দেয়া হবে ৩৬৫ দিনে বছর ধরে।