নিজস্ব প্রতিবেদক ।।
সিংপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবানে ৬ অক্টোবর বৃহস্পতিবার সম্মেলনটি সিংপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগ, আওয়ামীলীগ নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া, সিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।
সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিলে কর্মীদের ভোটে রাসেল মাহমুদ সভাপতি ও রাসেল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।