ইঞ্জিনে শাড়ি পেঁচিয়ে বাজিতপুরে নারীর মৃত্যু

bajitpur upazila

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

ট্রলারের ইঞ্জিনে শাড়ি পেঁচিয়ে ফাঁস লেগে বাজিতপুরে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লুত্‍ফুন্নাহার (৬২) উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত ছাইদুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, লুত্‍ফুন্নাহারসহ এলাকার আরো কয়েকজন মিলে ট্রলারে করে ব্রাক্ষণবাড়িয়ায় পীরের মাজারে ওরশ করতে গিয়েছিলেন। ওরশ শেষে ৪ অক্টোবর সকালে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রলারের ইঞ্জিনের সাথে শাড়ি পেঁচিয়ে ফাঁস লেগে তার মৃত্যু হয়।

Similar Posts

error: Content is protected !!