আলোর আর্তনাদ
আশরাফুজ্জামান শিবলী
………
আলোর প্রত্যাশায় আমরা প্রতীক্ষা করি
তবে রামপালের আলোর ভয়ে সুন্দরী কাঁদে কেন?
শুনেছি লরেল কাঁদে সুদূর ক্যানারি দ্বীপে
তাহলে আর্তনাদ কেন এ ব-দ্বীপে?
এ কাঁদন কি তার গর্ভের শ্বাপদের জন্য!
যারা নিরাশ্রয় হওয়ার ভয়ে-
কেবল আর্তনাদ করছে-
আর্তনাদ করছে সুন্দরবনে।