লক্ষ টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, দেখার কেউ নেই

damage ruller

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী সদরের প্রাণকেন্দ্র খেলার মাঠ সংলগ্ন পড়ে আছে লক্ষ টাকা মূল্যের রোলার মেশিন। অযত্ন অবহেলা আর কর্তৃপক্ষের গাফিলতিতে এটি এখন পুরোপুরিই ব্যবহারের অনুপযোগী।

দীর্ঘ ৯ বছর খোলা আকাশের নিচে এভাবেই পড়ে আছে সরকারি সম্পদ। এব্যাপারে যেনো কারো চোখে কিছুই পড়ছে না।

damage ruller

জানা গেছে, ২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত ফখর উদ্দিন সরকারের সময় সড়ক নির্মাণকালে এই রোলারটি দিয়ে কাজ করা হয়েছিল। কাজ শেষ হয়ে গেলে এটি রেখে চলে যায় নির্মাণকারী প্রতিষ্ঠান।

এর পর থেকে দীর্ঘ নয় বছর যাবত এটি পড়ে আছে একই জায়গায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, এর প্রত্যেকটি যন্ত্রাংশে মরিচা পড়ে গেছে। মাটির নিচে দেবে গেছে প্রায় ১ হাত।

সরকারি সম্পদ বিবেচনায় রেখে যথাযথ কর্তৃপক্ষ এটি সংরক্ষণে এগিয়ে আসা জরুরি।

Similar Posts

error: Content is protected !!