নিজস্ব প্রতিবেদক ।।
হাজী মিয়া চান্দ কারার মীর হোসেন কারার আছির উদ্দিন কারার শিক্ষা ফাউন্ডেশনের অসচ্ছল মেধাবীদের বৃত্তি প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রধান ও গুণীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৪ অক্টোবর শুক্রবার নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোক্তা সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বর্ষীয়ান রাজনীতিবিদ কারার গিয়াস উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল করিম প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে উপস্থিত ছিলেন নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ, শহিদ স্মরণিকা গার্লস স্কুলের প্রধান শিক্ষক সাফিউদ্দিন আহমদ, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মজলিশপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী, এবি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আহসান উল্লাহ, মোহরকোনা এডি দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এই শিক্ষা ফাউন্ডেশন থেকে প্রতিবছর নিকলী উপজেলার মাধ্যমিক স্কুল-মাদ্রাসার এসএসসি, দাখিল পরীক্ষার্থীদের এককালীন বৃত্তি সহায়তা প্রদান করা হয়।