মো. আরিফুল ইসলাম, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ‘ক’ তফসিলভুক্ত ১৯৭টি লিজভুক্ত জমির সাইনবোর্ড ও সংরক্ষিত রেজিস্টার বইসমূহ লাল শালু দ্বারা বাঁধাই করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার দিকে ১১টি ইউনিয়নের ‘ক’ তফসিলভুক্ত জমির সাইনবোর্ড ও রেজিস্টারসমূহ ১১জন ইউনিয়ন ভূমি কর্মকর্তার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসান ও সহকারী ভূমি কমিশনার মো. কামরুজ্জামান। এসময় উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দসহ ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তফসিলভুক্ত লিজ হস্তান্তরের মাধ্যমে সরকারি জমির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ জনিত আয় বহুলাংশে বৃদ্ধি পাবে।