মো. আরিফুল ইসলাম, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ১৯ অক্টোবর বুধবার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাজিতপুরের এক আওয়ামীলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ট্রেন কাটায় নিহত কাজী মাহফুজুল হক ফরহাদের বাড়ি উপজেলার পৌরশহরের চন্দ্রগ্রামের দোআনিতে। তিনি বাজিতপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহফুজুল হক ফরহাদ ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন বাজিতপুরে আসার উদ্দেশ্যে। ঢাকা থেকে ছেড়ে আসা নন-স্টপেজ ট্রেনটি বিকেল ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ করলে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফরহাদের পকেটে থাকা মোবাইল থেকে নম্বর বের করে স্বজনদের খবর দিলে বিকেল ৫টার দিকে তারা লাশটি রেলওয়ে পুলিশের কাছ থেকে গ্রহণ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ অক্টোবর দুপুর ২টায় নিজ বাড়িতে জানাযা শেষে কাজী মাহফুজুল হক ফরহাদকে দাফন করা হয়েছে।