আমাদের নিকলী ডেস্ক ।।
কলম্বোর সুইমিংপুলে আলো ছড়ালেন নিকলীর আরিফুল ইসলাম। সাউথ এশিয়ান অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
বুধবার ১৯ অক্টোবর প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ১৮ বছরের কম বয়সীদের বিভাগে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এক মিনিট ৮ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে সোনা জয় করেন আরিফুল।
সব শেষ এসএ গেমসে দুটি সোনা জেতা মাহফুজা খাতুন শিলা ১৮ ও এর বেশি বয়সী মেয়েদের নিয়ে হওয়া ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৬ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন।
মেয়েদের ১৮ বছরের কম বয়সী মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রোমানা আক্তার ১ মিনিট ১৯ দশমিক ৭ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন।
সূত্র : জিল্লুর রহমানের এফবি টাইমলাইন