নিজস্ব প্রতিবেদক ।।
“উন্নত স্যানিটেশন সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার ২০ অক্টোবর নিকলী উপজেলায় উদযাপিত হলো “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৬”।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নিকলী’র যৌথ উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পপি রিকল প্রকল্পের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রওশন আরা আক্তারের সভাপতিত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নিকলী উপজেলা সমন্বয়কারী মোঃ ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুজ্জামান হাবিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিকলী’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাসেদুল ইসলাম, পপি রিকল প্রকল্পের সমন্বয়কারী মোঃ মোশাররফ হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।