নিজস্ব প্রতিবেদক ।।
শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপে নিকলীর আরিফুল ইসলাম দুটি স্বর্ণ পদক ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
গত বুধবার ১৯ অক্টোবর ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে তিনি এই চ্যাম্পিয়নশিপের প্রথম স্বর্ণ পদক লাভ করেছিলেন। এর পরের দিন বৃহস্পতিবার ২০ অক্টোবর ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকেও স্বর্ণ পদক অর্জন করেন।
শুক্রবার ২১ অক্টোবর অপর ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে তিনি তৃতীয় হন। এই ইভেন্টে তার টাইমিং ছিলো ২৫.১১ সেকেন্ড। স্বর্ণ ও রৌপ্য দু’টিই পেয়েছেন শ্রীলঙ্কার সাঁতারুরা।
এ আসরে বাংলাদেশের পক্ষে আরো পদক জিতেছেন মাহফিজার রহমান সাগর, মাহফুজা খাতুন শীলা ও রুমানা আক্তার।