বিরলে নার্সারী চাষে সফল মুখ মো. সেলিম

selim nursery sararchar

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে বিরলে নার্সারী চাষ করে সফলতা পেয়েছেন মো. সেলিম নামের এক কৃষক। তার বাড়ি সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামে। তিনি বাড়ির পাশের আবাদী জমিতে মো. আলাউদ্দিন নামের একজন নার্সারী চাষীর অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে দক্ষিণ সরারচর গ্রামে বাড়ির পাশে কয়েকটি চারা নিয়ে ২০১১ সালে ছোট আকারে একটি নার্সারী গড়ে তুলেন।

পরবর্তীতে এতে ভাল পরিমাণের মুনাফা পাওয়ার পর থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অয়োজিত ২০১৩ সালে সরারচর হর্টিকালচার সেন্টারে নার্সারী চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে পৈত্রিক সূত্রে পাওয়া জমিতেও বিভিন্ন জাতের চারা উৎপাদন শুরু করেন। বর্তমানে কৃষিকাজের পাশাপাশি তিনি ৩৫ শতাংশ জমিতে বীজ থেকে চারা উৎপাদন করছেন।

selim nursery sararchar

বছরে প্রায় ১৫ হাজার টাকার মতো খরচ হলেও প্রায় দেড় লাখ টাকার বেশি মুনাফা অর্জন করছেন অন্যান্য কৃষি কাজের পাশাপাশি। তার নার্সারীতে কাঁঠাল, আম, পেয়ারা, রেইন­ট্রি, জলপাই, লেবু, আকাশমনি, শরুফা ছাড়াও বিভিন্ন জাতের ফলদ চারা রয়েছে।

ভবিষ্যত পরিকল্পনার কথা জানতে চাইলে মো. সেলিম জানান, ধীরে ধীরে নার্সারীর আরো প্রসার ঘটাতে চান। শুধু ফলদ নয়, ক্রমে ঔষধি ও ফুল গাছের চারাও চাষ করতে চান তিনি। স্বপ্ন পূরণে সকলের দো’আ কামনা করেন। ৫০ বছর বয়সের জীবনে একটু সফলতার মুখ দেখতে পেয়ে তিনি এখন গর্ববোধ করছেন।

Similar Posts

error: Content is protected !!