রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

ruet

আমাদের নিকলী ডেস্ক ।।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০১৬-১৭ শিক্ষা বর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাসস

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে বলে সোমবার ২৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এবং কোনো ধরনের ব্যাগ পরীক্ষার হলে আনতে নিষেধ করা হয়েছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের ৮৭৫টি সিটের বিপরীতে মোট ৮ হাজার ২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৬ নভেম্বর প্রকাশিত হবে।

Similar Posts

error: Content is protected !!