নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের পঞ্চবার্ষিকী কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৫ অক্টোবর সকাল ১১টায় পরিষদের কমপ্লেক্স হল মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার গভর্নেস উপজেলাব্যাপী ইউনিয়ন কর্মশালার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান আবু তাহের হোসেন।
এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়নের ব্যাপারে মত প্রকাশ করেন।