মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন করেছে বলিয়ার্দী ইউনিয়নবাসী। ২৬ অক্টোবর সকালে পল্লী সমাজের উদ্যোগে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় বলিয়ার্দী ইউপি কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে ঘণ্টাব্যাপী মানববন্ধনটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. শফিউদ্দিন, ইউপি সদস্য মো. সাগর, ইউপি সদস্য মো. জহির, ইউপি সদস্য মো. সাইদুর রহমান, ইউপি মো. মাসুদ, ইউপি সচিব মো. আলী প্রমুখ।
মানববন্ধনটিতে ইউনিয়নের সাধারণ জনগণ, শিক্ষার্থীরাসহ পল্লী সমাজ ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়নের সদস্যরা উপস্থিত ছিলেন।