মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার। ২৮ অক্টোবর শুক্রবার বিকালে বাজিতপুর বাজারে অবস্থিত এ. বি ছিদ্দিক টাওয়ারের ৪র্থ তলায় (বাজিতপুর-নিকলী) আসনের দুই দুইবারের এ সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান উপলক্ষে রাবারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খাঁন, মোস্তাফিজুর রহমান, এডভোকেট শৈলেশ্বর দাস, মো. আজিজুর রহমান, আব্দুল আল মামুন, মো. মেজবাহ উদ্দিন মাসুক প্রমুখ।
এসময় প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষক, রাজনীতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকুরি জাতীয়করণ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণ, শতভাগ উপবৃত্তি প্রদান, প্রাথমিক বৃত্তির সংখ্যা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের অব্যাহত প্রচেষ্টার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনকে এই সংবর্ধনা প্রদান করা হয়।