নিজস্ব প্রতিবেদক ।।
শুক্রবার ২৮ অক্টোবর রাত ৭টার দিকে করিমগন্জের আয়লা গ্রামবাসী আরো এক মানব পাচারকারী আটক করেছে। এ নিয়ে মোট ধৃতের সংখ্যা দাড়াল ৫ জনে।
যোগাযোগ ব্যবস্হা সহজতর হওয়ায় অপহরণকারীরা করিমগন্জ-চামটা বন্দর রোডের আশেপাশের এলাকাকে টাগের্ট করেছে বলে মনে করছে এলাকাবাসী। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে।
সম্প্রতি ৩নং কিরাটন পরিষদের চেয়ারম্যান ইবাদুর রহমান শামীম ও তার পরিষদের সদস্যসহ রাত জেগে পাহারা দেন। এ নিয়ে সারা করিমগন্জে আতংক বিরাজ করছে। জনগণ এর নাম দিয়েছে “জনগণ করছে আটক, থানা পুলিশ করছে নাটক”।