নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ কবি সভা সিলেট জেলা শাখার উদ্যোগে জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফের জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে এ আলোচনা সভাটি শুরু হয়।
তারেক মুনাওয়ারের কোরআন তেলাওয়াত শেষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কবি সভা সিলেট জেলা সভাপতি কবি সিদ্দিক আহমদ ও উপদেষ্টা কবি এম এ ফাত্তাহ। সাংবাদিক সাঈদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে দেওয়ান আজরফের জীবন ও কর্মের ওপর আলোচনা উপস্থাপন করেন প্রধান অতিথি আজরফ কন্যা সাদিয়া চৌধুরী পরাগ।
অতিথিবৃন্দ বক্তব্য রাখেন সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী মেডিকেল বিভাগীয় প্রধান অবঃ অধ্যাপক মীর মাহবুবুল আলম, শাবিপ্রবির ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলোজির বিভাগীয় প্রধান মোজাম্মেল খোকন, কেমুসাস সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহফুজ রাজা চৌধুরী, বাংলাদেশ কবি সভা কেন্দীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব, কবি মূসা আল হাফিজ, কবি মোহিত চৌধুরী, গল্পকার সেলিম আওয়াল, সাংস্কৃতিক কর্মী নূরুল ইসলাম খালেদ প্রমুখ।