মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাজিতপুর কলেজে রক্তাধার সংগঠনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর রোববার বাজিতপুর কলেজ মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উত্সাহিতকরণ কর্মসূচীর আওতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
রক্তাধার সংগঠনের আয়োজনে ও কমফোর্ট হেলথ এইড-এর সহযোগিতায় সকাল ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে কলেজে অধ্যয়নরত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করে গ্রুপ নির্ণয় করা হয়।
প্রাথমিকভাবে সংগঠনের সাথে জড়িত একজনের সাথে কথা হলে তিনি জানান, যারা রক্তের গ্রুপ জানে না এমন শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা করে বিনামূল্যে তাদের গ্রুপ জানিয়ে দেয়া হচ্ছে। সাথে সাথে আমরা তাদের নাম, ঠিকানা ও রক্তের গ্রুপ তালিকা করে নিচ্ছি। প্রয়োজনবোধে যদি কোনো রোগীর রক্তের প্রয়োজন হয় তখন আমরা ইচ্ছুকদের সাথে যোগাযোগ করে রোগীর জন্য রক্তদাতা খুঁজে দিতে পারব।