জারইতলা ইউনিয়নে বার্ষিক ওয়াশ কর্ম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

plan bd jaroitola

নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নে ৩০ অক্টোবর রোববার অনুষ্ঠিত হলো বার্ষিক ওয়াশ কর্ম পরিকল্পনা কর্মশালা। জারইতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত উক্ত কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম মানিক।
plan bd jaroitola
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ এখলাছ উদ্দিন, আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধির চন্দ্র দেবনাথ প্রমুখ। কর্মশালায় মূল সহায়কের দায়িত্ব পালন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিকলী উপজেলার ওয়াশ সমন্বয়কারী মোঃ ইকবাল হোসাইন।
plan bd jaroitola
ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যা, ইউনিয়ন ওয়াটসান কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত ন্যাচারাল লিডার ও স্বাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ দলীয় কাজের মাধ্যমে জারইতলা ইউনিয়নের নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যভ্যাস ও বর্জ্য ব্যবস্থাপনাজনিত সমস্যাসমূহ এবং এসব সমস্যা সমাধানের উপায়গুলো চিহ্নিত করেন।

কর্মশালায় সকলের মতামতের ভিত্তিতে পরবর্তী এক বছরের জন্য একটি ওয়াশ কর্ম পরিকল্পনা প্রণয়ণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জারইতলা ইউনিয়নের স্যানিটেশন ও স্বাস্থ্যভ্যাস ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন এবং তিনি নিজে উপস্থিত থেকে ইউনিয়নের প্রত্যেকটি স্কুলে ছাত্র-শিক্ষকদের নিয়ে একটি করে সচেতনতামূলক সভা করার ঘোষণা দেন।
plan bd jaroitola
জারইতলা ইউনিয়নে ল্যাট্রিন, গভীর নলকূপ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমে ব্যাপক সহযোগিতা প্রদান করায় তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Similar Posts

error: Content is protected !!