নিজস্ব প্রতিবেদক ।।
পাড়দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা মোছা: সুফিয়া আক্তার খাতুনের বিদায় অনুষ্ঠান হয় ৩ নভেম্বর বৃহস্পতিবার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদি শাখার ভাইস-প্রেসিডেন্ট মো. শামসুল আলম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকা সুফিয়া আক্তারকে নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন হাজি আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাছরিন নাহার।
আরো বক্তব্য রাখেন ভূনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর মিয়া, ধুলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহমুদা আক্তার, পূর্বপুড়ুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান মিয়া, হাজি আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, খামাড় নখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরন রানি ঘোষ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল মিয়া, ফোরকান আক্তার, জামিল মিয়া প্রমুখ। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মো: আবু মিয়া, হাজি মো: বুলু মিয়া, পল্লী চিকিৎসক মো: আমরুজ মিয়া, মো: আঙ্গুর চোধুরি, হাজি মো: হাবিবুর রহমান প্রমুখ।
অবসরগ্রহণকারী শিক্ষক সুফিয়া আক্তার খাতুন ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জননী। ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে পদার্থ বিজ্ঞানে (সম্মান), মেয়ে খন্দকার সানি অনার্স-মাস্টার্স (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক), ছোট ছেলে মো: সৌরভ মিয়া মাস্টার্স। বিদায়ী সুফিয়া আক্তার খাতুন সাফল্যের সাথে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তিনি প্রথম যোগদান করেন ১৯৭৫ সালে, খামাড় নখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর পর বদলী হয়ে আসেন পাড়দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই যে আসেন, আর কোথাও যেতে হয়নি। এখান থেকেই উনি অবসর নিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাড়দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর কবির। তিনি বিদায়ী শিক্ষকের ছাত্র ছিলেন, একই সাথে শেষ সময়টায় তাঁর সহকর্মী হিসেবেও দায়িত্ব পালন করেছেন একই স্কুলে। অনুষ্ঠানে আগত শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদায়ী শিক্ষকের ছাত্রছাত্রীরা তাকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।