সরকারি ভূমির গাছ কেটে প্রাচীর নির্মাণ করে সরকারি জমি দখল করেছে সভাষ চন্দ্র পাল। তাকে সহযোগিতা করছেন নিকলী সদর ইউনিয়ন ভূমি অফিসের এক ভূমি সহকারী কর্মকর্তা। গত রোববার (২৩ নভেম্বর) নিকলী পুরান বাজারস্থ সুভাষ চন্দ্র পালের দোকানঘরের পূর্ব পাশের সরকারি ১নং খতিয়ানের জমির একটি কদম গাছ কেটে তরিগড়ি করে এই প্রাচীর নির্মাণ করে এ জমি দখলে নেন। জানা গেছে, সুভাষ চন্দ্র পাল আওয়ামীলীগের নিকলী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি। নিকলী পালপাড়ায় তার বাড়ির সামনের বিশাল পুকুরটি অনেক অংশীদারকে বেদখল দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিকলী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এর সত্যতা স্বীকার করে এই প্রতিনিধিকে জানান, প্রাচীর নির্মাণ কাজে নিষেধ দেয়া হয়েছে। সুভাষ চন্দ্র পালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জিয়াউল হক খান (টনি), সংবাদদাতা