সাবেক পুলিশ প্রধান রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ-এর মাতা মোছা: কদরবানু (৮৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ৭ নভেম্বর সোমবার রাত ১২টা ২০ মিনিটে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের নামাজে জানাজা কটিয়াদী উপজেলার চান্দপুরে অনুষ্ঠিত হয়। জানাজায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা বারের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌসসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তাঁর লাশ চান্দপুর ইউনিয়নের মানকখালি মীরারপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিশোরগঞ্জ সংবাদদাতা