মহাস্থান (বগুড়া) প্রতিনিধি।।
৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মহাস্থান পিকআপ মালিক সমিতির উদ্যোগে মহাস্থান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিকআপ মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল। তিনি বলেন, সব সময় দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে গাড়ি চালাতে হবে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাহাত, মহাস্থান পিকআপ মালিক সমিতির সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী মনিল দাস, মোকলেছার রহমান, রেজাউল করিম জুয়েল, জহুরুল, রাশেদুল, ইব্রাহীম, জিয়াউর রহমান, রমজান আলী, জাহাঙ্গীর আলমসহ সদস্যবৃন্দ।