নিকলীতে ডাকাত সর্দার গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে হান্নান (৫০) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১২ নভেম্বর ভোরে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদ পেয়ে ওসি মো. মুঈদ চেীধুরীর নেতৃত্বে পুলিশ উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের শ্বশুরবাড়ী থেকে হানানকে গ্রেফতার করে। হান্নান একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার বাড়ি জেলার কটিয়াদী উপজেলার মণ্ডলভোগ গ্রামে।

নিকলী থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে নিকলী থানা পুলিশ গোপন সূত্রে খবর পায়। খবর পেয়ে ওসি মো. মুঈদ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাজনপুর গ্রামের সদর আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অপরাপর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সদর আলীর মেয়ের জামাই এবং ডাকাত সর্দার হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি মো. মুঈদ চেীধুরী ডাকাত সর্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, হান্নানের নামে নিকলী থানায় ৩টি, বাজিতপুর থানায় ৩টি ও কটিয়াদী থানায় ৩টি করে মোট ৯টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

Similar Posts

error: Content is protected !!