মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে প্রয়াত আওয়ামীলীগ নেতা মো. আজু মিয়া, এ কে এম আমিনুল হক (জামান) ও কাজী মাহফুজুল হক (ফরহাদ) স্মরণে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর শনিবার বিকালে বঙ্গবন্ধু পরিষদ প্রাঙ্গণে ৯নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মস্তু মিয়া, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।