ইভটিজার ও মাদক কারবারি- কাউকেই ছাড় নয় : আফজাল হোসেন

mp afjal

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে বাজিতপুর কলেজের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ইভটিজার ও মাদক কারবারি যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেন কিশোরগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একই সাথে বাজিতপুর-নিকলী থেকে ইভটিজিং ও মাদক ব্যবসাকে চিরতরে বিদায় জানাতে ইভটিজার ও মাদক কারবারিদের কোনো তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট প্রশাসনকে তা জানাতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান। তথ্য প্রদান করলে প্রমাণ সাপেক্ষে পুরস্কারেরও ঘোষণা দেন তিনি।

mp afjal

কলেজ পরিবারের আয়োজনে গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মস্তু মিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ কা মো. গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বাজিতপুর-নিকলীর উন্নয়নের রূপকার আলহাজ্ব মো. আফজাল হোসেন (এমপি) কলেজ সীমানা প্রাচীর নির্মাণ কাজ, ৫০ শষ্যাবিশিষ্ট দীর্ঘ প্রতিক্ষিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী নিবাস এবং আই সি টি সুবিধা সংবলিত নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

Similar Posts

error: Content is protected !!