নিকলীতে দুই সন্তানের জননী খুন, স্বামী গ্রেফতার

murder

বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে দুই সন্তানের এক জননীকে খুনের অভিযোগ পাওয়া গেছে। জড়িত সন্দেহে স্বামী বরজু মিয়াকে (৩৪) সোমবার ১৪ নভেম্বর সকালে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। বরজু মিয়া উপজেলার সিংপুর ইউনিয়নের টেংগুরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

নিকলী থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের সুবেদ আলীর মেয়ে সেলিমার (২৭) সাথে বরজু মিয়া বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ইতিমধ্যে তাদের সংসারে ২ সন্তানের জন্ম হয়। বেশ কিছু দিন যাবৎ বরজু-সেলিমার পারিবারিক কলহ চলছিলো। এরই জের ধরে রোববার রাতের কোনো এক সময় সেলিমাকে হত্যা করে বরজু তার বাড়ির পাশের একটি গাছে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে নিকলী থানা পুলিশ সোমবার সকালে সেলিমার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠায়। এ সময় স্বামী বরজুকে গ্রেফতার করে পুলিশ।

নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চেীধুরী বরজুকে আটকের কথা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে এটি হত্যা মামলা বলেই মনে হচ্ছে। সেলিমার মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Similar Posts

error: Content is protected !!