বাজিতপুরে ভুয়া এনজিও’র প্রতারণার শিকার হাজারো ভুক্তভোগী

ngo protarona

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় কমপ্রিহেনসিভ প্রোগ্রাম ফর রুরাল এডভান্টেজ নামের একটি এনজিও সংস্থার প্রতারণার শিকার হয়েছে হাজারো সাধারণ ভুক্তভোগী। এজন্য এনজিও’র পরিচালক প্রতারক রাসেল মিয়ার কাছ থেকে আত্মসাৎকৃত টাকা উদ্ধার ও ভুয়া সংস্থাটির অবৈধ কার্যক্রম বন্ধ, প্রতারক চক্রের শাস্তি নিশ্চিতকরণের বিষয়ে ১৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা। মানববন্ধনের পর উপজেলার নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির কাছে স্মারকলিপি প্রদান করে তারা।

ngo protarona

উল্লেখ্য, বাজিতপুর পৌরসভার ফায়ার সার্ভিস মোড়ে একটি দ্বিতল ভবনে কার্যালয় খুলে কমপ্রিহেনসিভ প্রোগ্রাম ফর রুরাল এডভান্টেজ নামে একটি এনজিও সংস্থা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব, অসহায় ও দুঃস্থ হাজারো নারী-পুরুষের কাছ থেকে চাল, ডাল, তেল, চিনি, আটা, টিউবওয়েল ও ঘর নির্মাণসহ বিভিন্ন কিছু সরবরাহের মিথ্যা প্রলোভন দেখিয়ে পনেরশত টাকা থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে বিশ হাজার টাকা পর্যন্ত জনপ্রতি নিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। রেশন কার্ডের মাধ্যমে বিভিন্ন সময় পণ্য ও সামগ্রী দেয়ার কথা থাকলেও এসব সামগ্রী আর বিতরণ করা হয়নি।

ngo protarona

এ ব্যাপারে কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন জানান, প্রতারক রাসেল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র হাজারো মানুষের কাছ থেকে প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ করেছে। আমার কাছে প্রতারিত লোকজন এসে টাকা উদ্ধারের সহযোগিতা চেয়েছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, প্রতারিত লোকজন আমার কাছে এসে তাদের স্মারকলিপি প্রদান করেছেন। তিনি এ ব্যাপারে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Similar Posts

error: Content is protected !!