নিজস্ব প্রতিবেদক ।।
১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। নিকলী উপজেলা পরিষদের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় জারইতলা ই্উনিয়নে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। এ উপলক্ষ্যে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের নেতৃত্বে রসূলপুর হানিফ ভূঞা উচ্চ বিদ্যালয় থেকে বের হয় একটি বিশাল বর্ণাঢ্য র্যালি।
র্যালি শেষে উক্ত বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জারইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নিকলী উপজেলার ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসাইনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য উন্নত ল্যাট্রিন ব্যবহার, ল্যাট্রিন সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সাবান দিয়ে হাত ধোয়াসহ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এ ব্যাপারে নিকলী উপজেলায় ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আক্তার, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে অতিথি ও অংশগ্রহণকারীগণ বিদ্যালয় প্রাঙ্গনে প্রদর্শিত উন্নত ল্যাট্রিন পরিদর্শন করেন এবং হাত ধোয়া প্রদর্শনে অংশ নেন। ইউপি প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং প্রায় সাড়ে চারশত শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।