মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রমের (আরএসএস) আওতায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
২১ নভেম্বর সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসরুমে পিরিজপুর ইউনিয়নের উত্তর জোয়ারিয়া গ্রামের আরএসএস প্রকল্পের ১০ সদস্যের মাঝে বিভিন্ন স্কীমের বিপরীতে ১ম পুনঃবিনিয়োগ হিসেবে নগদ ১,০০,০০০ টাকা বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সেতারুজ্জামানের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি আরএসএস প্রকল্পের সদস্যদের হাতে ঋণের নগদ টাকা তুলে দেন।
এ সময় বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।