বিশেষ প্রতিনিধি ।।
২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের টাকা সংগ্রহে ইমরানের (১৬) পরিবার বিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত শেষ মুহূর্ত পর্যন্ত ব্যর্থ হলে অনিশ্চিৎ ভবিষ্যৎ নিয়ে ইমরান যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে আর্থিক সহায়তা দিয়ে ইমরানের পাশে দাঁড়ালো নিকলীর প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী ডটকম। আমাদের নিকলী ডটকমের সহায়তাপ্রাপ্ত ইমরান হাসান কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের মাইজহাটি গ্রামের ফেরিওয়ালা শুক্কুর আলীর ছেলে এবং নিকলী গোরাচাদ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জানা যায়, ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের শেষ সময় নিকলী গোরাচাদ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ১৩ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করে দেয়। ফরম ফিলাপের টাকা ও টেস্ট পরীক্ষায় ফেল করা ছাত্র/ছাত্রীদের বিষয়ভিত্তিক কোচিং ফিসহ ইমরান হাসানকে ৪ হাজার ২শ টাকা সাব্যস্ত করা হয়। ইমরানের তেল ফেরিওয়ালা বাবা শুক্কুর আলী ১২ তারিখ সন্ধ্যা পর্যন্ত ফরম ফিলাপের নির্ধারিত টাকা সংগ্রহ করতে না পেরে হাল ছেড়ে দেন। ইমরানের ভবিষ্যত নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।
আমাদের নিকলী ডটকমের বিশেষ প্রতিনিধি খাইরুল মোমেন স্বপন বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ে যোগাযোগ করলে ২হাজার ২শ টাকা মওকুফ করে ইমরানকে সুযোগ করে দেয় কর্তৃপক্ষ। নির্ধারিত ২হাজার টাকারও যোগাড় না হওয়ায় অবশেষে আমাদের নিকলী ডটকম পাশে দাঁড়ায় ইমরানের।
ইমরান হাসানের বাবা শুক্কুর আলী আমাদের নিকলী ডটকমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে যেয়ে ছল ছল চোখে জানান, যে উপকার হয়েছে তার প্রতিদান হয় না। কর্তৃপক্ষের মানবিকতার জন্যে আজ আমার ছেলের নিভতে বসা প্রদ্বীপ জ্বললো।
নিকলী গোরাচাদ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদের বরাত দিয়ে বিদ্যালয়টির হিসাবরক্ষক রবিন মাহমুদ জানান, দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদাই কোমল। শুধু এই টুকু নয়, সম্ভব হলে পুরো টাকার দায়িত্বও নেয়ার মানসিকতা কর্তৃপক্ষ পোষণ করে। আমাদের নিকলী ডটকম ইমরানের পাশে দাঁড়ানোয় বিদ্যালয়ের ওপর চাপ কমেছে। আমাদের নিকলী ডটকমকেও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ধন্যবাদ জানাই।