নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাধীন গুরই ইউনিয়ন পরিষদের উদোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ২৩ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হলো বার্ষিক ওয়াশ পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা। গুরই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত উক্ত কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিকলী উপজেলার ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসাইন।
গুরই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাবিবুল হক, বেয়াতিরচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম হোসাইনী, মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দিন, সকল ইউপি সদস্য ও সদস্যা, ইউনিয়ন ওয়াটসান কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত ন্যাচারাল লিডার ও স্বাকর্মী, ইউডিসি উদ্যোক্তা, স্যানিটেশন ব্যবসায়ী, এলাকার সমাজ সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীগণ দলীয় কাজের মাধ্যমে গুরই ইউনিয়নের নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যভ্যাস সম্পর্কিত সমস্যা এবং এর কারণসমূহ চিহ্নিত করত: এসব সমস্যা সমাধানের সম্ভাব্য কৌশলগুলো বের করেন। কর্মশালায় সকলের সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে ২০১৬-২০১৭ বছরের জন্য একটি ওয়াশ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়; যা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং জনগণের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে বাস্তবাবায়িত হবে।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, স্থাপিত ল্যাট্রিনসমূহ যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষাণ এবং মানুষের স্বাস্থ্যাভ্যাস উন্নয়নের লক্ষে আজ যেসব পরিকল্পনা হাতে নেয়া হলো, তা যেন বাস্তবে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়, সেজন্য আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে এবং সমন্বিত ভাবে কাজ করতে হবে।