গুরই ইউনিয়নে বার্ষিক ওয়াশ কর্মপরিকল্পনা কর্মশালা ২০১৬ অনুষ্ঠিত

plan bd guroi

নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাধীন গুরই ইউনিয়ন পরিষদের উদোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ২৩ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হলো বার্ষিক ওয়াশ পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা। গুরই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত উক্ত কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিকলী উপজেলার ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসাইন।

plan bd guroi

গুরই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাবিবুল হক, বেয়াতিরচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম হোসাইনী, মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দিন, সকল ইউপি সদস্য ও সদস্যা, ইউনিয়ন ওয়াটসান কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত ন্যাচারাল লিডার ও স্বাকর্মী, ইউডিসি উদ্যোক্তা, স্যানিটেশন ব্যবসায়ী, এলাকার সমাজ সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীগণ দলীয় কাজের মাধ্যমে গুরই ইউনিয়নের নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যভ্যাস সম্পর্কিত সমস্যা এবং এর কারণসমূহ চিহ্নিত করত: এসব সমস্যা সমাধানের সম্ভাব্য কৌশলগুলো বের করেন। কর্মশালায় সকলের সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে ২০১৬-২০১৭ বছরের জন্য একটি ওয়াশ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়; যা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং জনগণের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে বাস্তবাবায়িত হবে।

plan bd guroi

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, স্থাপিত ল্যাট্রিনসমূহ যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষাণ এবং মানুষের স্বাস্থ্যাভ্যাস উন্নয়নের লক্ষে আজ যেসব পরিকল্পনা হাতে নেয়া হলো, তা যেন বাস্তবে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়, সেজন্য আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে এবং সমন্বিত ভাবে কাজ করতে হবে।

Similar Posts

error: Content is protected !!