কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

susmita chakraborty kishore

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের যশোদল এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ রেল লাইনে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

susmita chakraborty kishore

বৃহস্পতিবার ২৪ নভেম্বর দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম সুস্মিতা চক্রবর্তী (২২)। বাবার নাম স্বপন চক্রবর্তী। বাড়ি শহরের নগুয়া এলাকায়। সুস্মিতা কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের গণিত চতুর্থ বর্ষের ছাত্রী। নিহতের এক সহপাঠি জানান, সুস্মিতা বাবার একমাত্র সন্তান। তার মা নেই। ঘরে সৎ মা আছেন।

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের পরিদর্শক আহসান হাবীব জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুর সোয়া ২টার দিকে যশোদল বাগপাড়া এলাকা অতিক্রমের সময় ওই অনার্স ছাত্রী ট্রেনটিতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মেয়েটির লাশ পুলিশ উদ্ধার করে। উদ্ধারের সময় পাশে পড়ে থাকা অবস্থায় তার মোবাইল ফোনটি পাওয়া গেছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!