মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে এক কলেজপড়ুয়া ছাত্রী ইভটিজিংয়ের শিকার হওয়ার পর ইভটিজারদের আঘাতে ছাত্রীসহ একই পরিবারের আরও দুইজন সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পুরাহাটি গ্রামে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পুরাহাটি গ্রামের মো. মইজ উদ্দিনের দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়ে নিরালাকে গত ৩-৪ বছর যাবত কয়েকটি বখাটে ছেলে কলেজ ও প্রাইভেটে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। ২৪ নভেম্বর সকালে ইভটিজাররা কলেজপড়ুয়া ছাত্রী নিরালা আক্তারসহ তার বোন কলমা খাতুন ও মা রেজিয়া বেগমকে মারধর করে। পরে আহত অবস্থায় তাদেরকে বাজিতপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ছাত্রীর পিতা মো. মইজ উদ্দিন ছয়জনকে আসামি করে বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।