আমাদের নিকলী ডেস্ক ।।
অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহার শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা হ্রাসের প্রধান কারণ। এটা ধীরে ধীরে মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ কথা বলেন।
২০ নভেম্বর রোববার মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কারো অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। এর যথেচ্ছ ব্যবহার মানব শরীরে অনেক ধরনের রোগ সৃষ্টি করতে পারে। এজন্য তারা ‘অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ওপর সচেতনতা সৃষ্টি’র ওপর গুরুত্ব আরোপ করেন। বাসস
অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালনের অংশ হিসাবে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্স বাংলাদেশ (সিআইপিআরবি) তাদের সংগঠনের সম্মেলন কক্ষে এই মিট দ্য প্রেস-এর আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিআইপিআরবি-এর নির্বাহী পরিচালক প্রফেসর এ কে এম ফজলুর রহমান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. ফাহমিদা বেগম, একই প্রতিষ্ঠানের অর্থোপেডিক বিভাগের প্রধান প্রফেসর ডা. শাকিল আক্তার। এতে সভাপতিত্ব করেন বারডেম-এর ক্লিনিক্যাল ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. আফসানা করিম।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. আবু সাঈদ মো. মোসাদ্দেক।