সদর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হয়ে গেছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার নিকলী ঈদগাহ মাঠে মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু প্রশাসনের অনুমতি না পেয়ে কর্তৃপক্ষ মাহফিলটি বন্ধ করে দেয়।
মাহফিল আয়োজকদের সূত্রে জানা গেছে, মাহফিলের প্রধান বক্তা ডঃ আবুল কালাম বাসার আযাদকে নিয়ে আপত্তি হওয়ায় মাহফিল স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে মাহফিলের সভাপতি রুহুল আমিন নূরীর সাথে এই প্রতিবেদকের যোগাযোগ হলে তিনি জানান, মাহফিল কিভাবে বন্ধ হয়েছে আমি জানি না।
সংবাদদাতা