আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে পুতুল নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর জানা গেছে। শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রায়নগর ইউনিয়নের রায়নগর সরকার পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে কামরুল ইসলামের স্ত্রী, রংপুর সদরের ইউনুছ আলীর মেয়ে স্বপ্না আকতার পুতুল (২২) রোববার দিবাগত রাতে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সিফাত নামে তার দেড় বছরের এক সন্তান রয়েছে।
খবর পেয়ে সোমবার দুপুরে রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ থানার এসআই সোহেল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেলের সাথে কথা বললে তিনি জানান, স্বপ্না আকতার পুতুল আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই এর প্রকৃত ঘটনা উদঘাটন হবে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।