মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে বাজিতপুরের এক কিশোরের। ২৮ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কুলিয়ারচরের মনোহরপুর আখড়া এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাজিতপুরের কিশোর নছিমন চালকসহ কটিয়াদীদের একজন নিহত ও নছিমনের হেলপার আহত হয়। নিহত নছিমনচালক দিলীপ মিয়া উপজেলার সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামের মো. হারিছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যস্ততম ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে সোমবার বিকালে একটি নছিমন ও বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই নছিমন চালকসহ আরেকজন নিহত হয়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।