নিকলীতে সাংবাদিকদের পপি রিকল কর্ম এলাকা পরিদর্শন

chatircar popi recall

নিজস্ব সংবাদদাতা ।।

নিকলীতে মঙ্গলবার ২৯ নভেম্বর সারাদিনব্যাপী পপি-রিকল প্রকাল্পের ছাতিরচর ইউনিয়নের কার্যক্রম পরিদর্শন করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের ৪ জন সাংবাদিক। তারা হলেন : দৈনিক ইত্তেফাকের সুবির বসাক, দৈনিক সংবাদের মুস্তফা কামাল, দৈনিক জনকণ্ঠের মাজহার মান্না, বাংলাদেশ প্রতিদিনের সাইফুল আহম্মেদ লেলিন। সাথে ছিলেন নিকলী প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।

পপি-রিকল প্রকল্প সম্বয়কারী মো: মোশারফ হোসেন খাঁন সাংবাদিকদের রিকল প্রকল্পের চলতি অর্থবছরের কার্যক্রমসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনের শুরুতে সাংবাদিকগণ হাওরবাসী সিবিওতে সদস্যদের সাথে বসেন এবং রিকলের সাথে সংশ্লিষ্টতার ফলে তাদের জীবনে যে পরিবর্তন এসেছে তা নিয়ে আলোচনা করেন।

chatircar popi recall

হাওরবাসী কল্যাণ সমিতির সভাপতি আইরিন বলেন, রিকলের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার ফলে ছাতিরচরের মানুষ দুর্যোগ থেকে রক্ষার উপায়, এলাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক উন্নয়নসহ এলাকার বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতার উন্নতি হয়েছে। এরপর সাংবাদিকগণ ছাতিরচর ইউনিয়নে পপি-রিকল প্রকল্পের সহযোগিতায় যে নারীদের জীবনমান উন্নয়নের জন্য গরু দেয়া হয়েছিল তার মধ্যে তাহেরা বানুর বাড়ি ভিজিট করেন। তিনি ১টি গরু থেকে বর্তমানে ৭টি গরুর মালিক হয়েছেন।

আরেকজন সুবিধা গ্রহণকারী আছমা বেগম। তাকে রিকল পকল্প থেকে ১টি গরু দেয়া হয়। বর্তমানে তিনি ৪টি গরুর মালিক। পরবর্তীতে সাংবাদিকগণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জামাল উদ্দিনের সাথে রিকল কার্যকমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

চেয়ারম্যান রিকলের কার্যক্রম বিশেষ করে এলাকার বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতার উন্নয়ন ও স্যানিটেশনের অগ্রগতির বিষয় উল্লেখ করেন।

প্রকল্প সমন্বয়য়কারী মোশারফ হোসেন খাঁন জানান, রিকল প্রকল্প থেকে চলতি অর্থবছরে (২০১৬-১৭) ২০টি স্যানিটারি ল্যাট্রিন, নিরাপদ পানির জন্য ৩টি গভীর নলকুপ, ২৩টি পরিবারকে ক্ষুদ্র ব্যবসায়ে সহযোগিতার জন্য প্রত্যেককে ১২ হাজার ৫ শত করে টাকা দেয়া হয়েছে।

Similar Posts

error: Content is protected !!