নিজস্ব প্রতিবেদক ।।
দুই দলের প্রীতি ক্রিকেট ম্যাচ হয়ে গেলো ২ ডিসেম্বর বৃহস্পতিবার। নিকলী একাদশ ও সাজনপুর একাদশের এই প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয় সাজনপুর স্কুল মাঠে।
প্রতি দলের জন্য নির্ধারিত ছিলো ১৫ ওভার। বৃহস্পতিবার সকাল ১০টায় টসে জিতে নিকলী একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে তারা নির্ধারিত ১৫ ওভারে ১২৫ রান করে। এই ৯০ বলে ১২৫ রানের বিশাল স্কোর গড়তে নিকলী একাদশ উইকেট খরচ করে ৭টি।
১২৬ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সাজনপুর একাদশ জবাবটা ভালোই দিচ্ছিলো। কিন্তু প্রতিপক্ষের মো. নাঈমের ঘুর্ণিতে তাদের নির্ভরশীল ৫টি উইকেট খুইয়ে এক রকম ভেঙ্গেই পড়ে সাজনপুর একাদশ। শেষ দিকে নাটকীয়ভাবে তারা আবার খেলায় ফিরে আসার ইঙ্গিত দেয়। ১১৮ রানে গুটিয়ে যাওয়ার আগেও তাদের হাতে থেকে যায় গুরুত্বপূর্ণ এবং অতিপ্রয়োজনীয় ৪টি বল। জয়ের নোঙরে পৌছতে তাদের রান বাকি ছিলো মাত্র ৮টি। তাদের ইনিংস শেষ হবার পর নিজেদের খেলোয়াড় ও সমর্থকরা কিছু “যদি”র সান্ত্বনা নিয়েই ঘরে ফেরে।
দিনশেষে ফলাফল নিকলী একাদশ ৭ রানে জয়ী। বিজয়ী দলের পক্ষে উল্লেখযোগ্য ছিলো মো: নাঈমের ১২ রান খরচায় ৫ উইকেট, ব্যাটিংয়ে জুয়েল রানার ৪১ রান ও মোঃ শিহাব উদ্দিনের অপরাজিত ২৬ রান।