কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের দু’জন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থীতা বাতিল করেছে রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস জানান, কিশোরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং সাবেক ছাত্রলীগ নেতা আশিক জামান এলিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এলিন হত্যা মামলায় সাজা পাওয়া আসামি হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এ পরিস্থিতিতে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে এখন একজন মাত্র প্রার্থী রয়েছেন। শনিবার ৩ ডিসেম্বর জেলা পরিষদের প্রার্থীতা বাছাইয়ের শেষ দিন ছিল।
রিটার্নিং অফিসার আজিমুদ্দিন বিশ্বাস বলেন, এলিনের কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, তিনি একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত। তবে ২০০৬ সালে তিনি হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে এসেছেন। কিন্তু তার সাজা স্থগিত করা হয়নি বা তিনি খালাস পাননি। অর্থাৎ, তার সাজা এখনো বহাল রয়েছে। ফলে চেয়ারম্যান প্রার্থী আশিক জামান এলিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুঞ্জুরুল আলম জানান, বাদ হওয়া প্রার্থী এ বিষয়ে আর আপিল না করলে আগামী ১১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন পার হলেই জিল্লুর রহমানকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা যাবে।