বিশেষ প্রতিনিধি ।।
দীর্ঘ ১০ বছর পর উপজেলা সদরের রাস্তায় মিছিল করেছে নিকলী বিএনপি। নবগঠিত কিশোরগঞ্জ জেলা কমিটির আংশিক প্রকাশ করা হলে গত রোববার সন্ধ্যায় উপজেলার অর্ধশতাধিক নেতা-কর্মী একটি আনন্দ মিছিল বের করে।
জানা যায়, গত ২২ নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের ১১ দিন পর ৩ ডিসেম্বর ৩৪ জনের নাম ও পদবি উল্লেখ করে আংশিক কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় বিএনপি। কমিটিতে নিকলী উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। রাজনৈতিক মামলা-হামলা আর জেল-জুলুমের কারণেই এত দিন মিছিল করতে পারেনি বলে অনেক নেতাকর্মী তাদের অভিমত প্রকাশ করেন।
নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান দুলাল জানান, দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো নিকলী বিএনপির মিছিল হলো। উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে আমরা উদ্যোগ নিয়েই এই মিছিল করি।
নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের নির্দেশেই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। ১০ বছর পর কেন এমন প্রশ্নে তিনি বলেন, আমার সাধারণ সম্পাদকের বয়স মাত্র ১ বছর। আগের কথা আমি জানি না।
নিকলী উপজেলা বিএনপির সভাপতি ও নবগঠিত জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ফোন রিসিভ না করায় মতামত গ্রহণ সম্ভব হয়নি।