নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী থানার মুক্তিযোদ্ধা, দুইবারের ডেপুটি কমান্ডার আহাম্মদ আলী সম্প্রতি কিশোরগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
তিনি যে গাড়িতে করে যাচ্ছিলেন এর সাথে এলজিইডির একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে উপস্থিত লোকজনের সহযোগিতায় স্থানীয় চিকিৎসা এবং পরবর্তীতে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বারডেম হাসপাতালে আঘাতপ্রাপ্ত তার বাঁ হাতে অস্ত্রোপচার করা হচ্ছে। দ্রুত আরোগ্য লাভে তিনি এবং তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
আমাদের নিকলী ডটকম পরিবার জাতির এই বীর সেনানির আরোগ্য কামনা করছে।