নিকলীতে বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে “লালকার্ড” প্রদর্শন

ballo biye

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ২টি ইউনিয়নে বাল্যবিয়ে ও যৌন হয়রানিমুক্ত ঘোষণা করে লালকার্ড প্রদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত (সার্বিক) জেলা প্রশাসক মো. আক্তার জামিল।

মঙ্গলবার ৬ ডিসেম্বর দুপর ২টায় কারপাশা ইউনিয়নের মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে “লালকার্ড” বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় এই কার্ড প্রদর্শন করা হয়। একই দিন সকাল ১১টায় সিংপুর হাজী আফিলউদ্দিন উচ্চ বিদ্যালয়েও এই লালকার্ড প্রদর্শন করা হয়েছে।

নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি মো. আক্তার জামিল ছাড়াও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, তাকি আমান খান, নিকলী আওয়ামীলীগ নেতা ডা. মির্জালী, সায়মা আক্তার লিজা, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ সহস্রাধিক ছাত্র-ছাত্রী।

Similar Posts

error: Content is protected !!