মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে ৫৮০ পিস ইয়াবাসহ ২জন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার দিলালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া নভেল দিলালপুর বাজার এলাকা থেকে ইয়াবা কারবারি লাল মিয়া ও তার সহচর বাচ্চু মিয়াকে ৫৮০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে ৭ নভেম্বর বুধবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করে।