নিকলীতে বেগম রোকেয়া দিবসে পপি-রিকল সিবিও সভাপতির পুরস্কার লাভ

popi reecall joyita award

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে বুধবার ৮ ডিসেম্বর পপি-রিকল প্রকল্প ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।

সভায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ৫টি ক্যাটাগরিতে ৫ জন সফল নারীকে জয়িতা সংবর্ধনা দেয়। পপি-রিকল প্রকল্পের শাপলা সিবিও সভাপতি সালেহা বেগম তাদের মধ্যেকার একজন। সালেহা বেগম তার বক্তব্যে তার সফলগাঁথা তুলে ধরেন। পপি-রিকল প্রকল্প-এর গুরুই ইউনিয়নের শাপলা বহুমুখি উন্নয়ন সংগঠনের সভাপতি সালেহা বেগম অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বি সফল নারী হিসেবে জয়িতা পুরস্কার পেয়েছেন।

popi reecall joyita award

শাপলা বহুমুখি উন্নয়ন সংগঠনে ১২১টি পরিবারের সদস্যদের নিয়ে ১টি সিবিও গঠন করে সালেহা বেগম। সালেহা বেগম এর প্রচেষ্টা আর সকল সদস্যদের সহযোগিতায় ৭১ জন সদস্য সঞ্চয় করে। আজ সেই সঞ্চয়ের পরিমাণ এক লক্ষ পচাশি হাজার টাকা। সিবিওর মাধ্যমে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে স্বাবলম্বি। সিবিও নিয়ে তাদের স্বপ্ন সবাই মিলে সিবিওটা রেজিস্ট্রেশন করাবেন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা তারা নিবেন।

উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বলেন, আমি সালেহা বেগমের কথা শুনে অভিভূত। একজন প্রান্তিক পর্যায়ের নারী এত সুন্দরভাবে গুছিয়ে তার কার্যক্রম তুলে ধরেছেন যা আমাকে মুগ্ধ করেছে। আমি রিকল প্রকল্প-এর কার্যক্রম সম্পর্কে প্রায় ৫ বছর ধরে জানি। তারা অনেক ভাল কাজ করছে। প্রান্তিক পর্যায়ের নারীদের এই সম্মানের ব্যবস্থার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে সাধুবাদ জানান। এবং আগামী বছর এই অনুষ্ঠানকে আরো বড় পরিসরে করার জন্য তিনি সকল সহযোগিতার আশ্বাস দেন।

টেকনিক্যাল অফিসার রেশমা পারভীন বলেন, আমরা রিকল প্রকল্প-এর মাধ্যমে নারীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। রিকল প্রকল্প নারীদের বিভিন্ন সময়ে উঠোন বৈঠক, সভা, সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করার পাশাপাশি আয়মূলক কাজে অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করে আসছে। বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য সচেতনতার কাজ করে যাচ্ছে। এলাকায় পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ করার জন্য উপস্থিত সবার কাছে সহযোগিতা কামনা করেন।

Similar Posts

error: Content is protected !!