মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো বাজিতপুরেও পালিত হয়েছে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬।
৭ ডিসেম্বর বুধবার সকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাজিতপুর উপজেলার আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য এক উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজিতপুর (সরারচর) বিপিডিবি অফিস থেকে শুরু হয়ে সরারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিপিডিবি অফিসে গিয়ে শেষ হয়। পরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, উপ-প্রকৌশলী আশরাফুল আলম, মো. ফারুক আহম্মেদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের নানান অর্জন তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ভোক্তাদের উদ্বুদ্ধ হতে অনুরোধ জানান।