ডাঃ আহাম্মদ আলী মেন্টু স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় নিকলী মুক্তিযোদ্বা আদর্শ ডিগ্রী কলেজ হলরুমে নিকলী সদর পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আহাম্মদ আলী মেন্টু স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রয়াত ডাঃ মেন্টুর স্মৃতি চারণ করেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, শহিদ স্মৃতি বালিকা স্কুলের প্রধান শিক্ষক সাফি উদ্দিন, এ বি নুরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আহসান উল্লাহ, জামরুল ইসলাম, পল্লী চিকিৎসক মনোরজন (বাংগাল পারা ডাক্তার), পল্লী চিকিৎসক কাউসার, সেলিম প্রমুখ| আলোচনা শেষে হাফেজ হাবিবুর রহমানের পরিচালনায় দোয়া মুনাযাত করা হয়|

Similar Posts

error: Content is protected !!